‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১১:৩৫:২৮ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা না করলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। বর্তমান সরকারের সময় দেশে যে উন্নয়ন হয়েছে তা অনেক দেশের কাছে রোল মডেল। বৈশি^ক মহামারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধে বিশ^ যখন বিধ্বস্ত তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্থিতিশীলতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। মঙ্গলবার বিকেলে ফুলতলার জামিরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জামিরা ফাজিল মাদরাসা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত বিশ^াস। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম।

জাসেম আল জাবেরের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন অ্যাড. তারেক হাসান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ডাঃ দীন মোহাম্মদ খোকা, আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন আশু, শেখ মুজিবুর রহমান, আবু সাঈদ সরদার, এস এস সুলতান আহমেদ, মোঃ আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌন নিশা ও ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুমা, ইউপি চেয়্যারম্যান মনিরুল ইসলাম সরদার, শওকত আকুঞ্জী, ডুমুরিয়া যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, সমীর কুমার গোরা, শাহাবাজ মোল্যা, যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন, রবীন বসু, এস কে মিজানুর রহমান প্রমুখ।