বাগেরহাটে সাড়ে ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৩:১২:৩৭ পিএম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অবৈধ মজুদকৃত ৬ হাজার ৫শ লিটার  সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ ও বাগেরহাট জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার সুমন সাহার গুদাম থেকে এই তেল জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী সুমুন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জব্দকৃত তেল ২৪ ঘন্টার মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির আদেশ দিয়েছে আদালত। বাগেরেহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার তাকের আনাম বান্না বলেন, কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির জন্য এই তেল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। তার গুদামে চারশ কার্টুনে ৬ হাজার ৫শ লিটার তেল পাওয়া গেছে। অবৈধভাবে তেল মজুদের দায়ে কৃষি বিপনন আইন অনুযায়ী ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে অবৈধ মজুদ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।