লোহাগড়ায় অপপ্রচারের প্রতিবাদে সুবিধাভোগীদের সমাবেশ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৮:৩০:৫০ এম

মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় অপপ্রচারের প্রতিবাদে সুবিধাভোগীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রোববার দুপুরে সুবিধাভোগীদের ব্যতিক্রম এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ঈদ-উল-আজহা উপলক্ষে দিঘলিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৫.৪৪ মেট্টিকটন চাল বিতরণের সুবিধাভোগীরা  এ সমাবেশের আয়োজন করে।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলাম জানান, গত ঈদ-উল- আজহা উপলক্ষে দিঘলিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় ৫.৪৪ মেট্টিকটন চাল  বরাদ্দ দেয়। গত ৬ জুলাই বরাদ্দ পেয়ে ৭ জুলাই ৯ ওয়ার্ডের দরিদ্রদের মেম্বর ও সরকারি তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে মাথাপ্রতি দশ কেজি করে ৫৪৪ জন দরিদ্রকে মোট ৫৪৪০ কেজি চাল বিতরণ করা হয়।

সূত্র জানায়, ঈদ পরবর্তী দু-তিন সপ্তাহ পর দিঘলিয়া এলাকার কয়েকজন দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সৈয়দ বোরহান উদ্দিনের  বিরুদ্ধে গোপনে  ষড়যন্ত্র করতে থাকে। বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের কথিত অভিযোগ এনে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এ মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের ফলে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, মেম্বর, সচিব ও সরকারী তদারকী কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণœ হয়। পরিষদের  দায়িত্বরতদের  ভাবমূর্তি ক্ষুণœকারীদের ষড়যন্ত্রের  প্রতিবাদে সুবিধাভোগীরা সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সুবিধাভোগী দিঘালিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা আজাদ শেখ (৫০) বলেন, দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সৈয়দ বোরহান উদ্দিন স্বচ্ছভাবে দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেছেন। ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর শিবনাথ বলেন, চেয়ারম্যান সরকারি চাল দেয়া ছাড়াও  সাধারণ মানুষদের নিজ পকেটের নগদ টাকা দিয়েছেন।

দিঘলিয়া  ইউনিয়ন  আওয়ামী লীগের  সভাপতি সরদার ওহিদুর রহমান জানান, ইউনিয়নে ভোটার আছে প্রায় ২১-২২ হাজার। চাল বরাদ্দ পেয়েছে ৫৪৪ জনের। অথচ পরিষদে চাল নিতে আসছিল প্রায় ২ হাজার দরিদ্র মানুষ। সরকারি বরাদ্দের চাল দেয়া শেষ হয়ে গেলে চেয়ারম্যান পকেটের নগদ টাকা দিয়েছেন দরিদ্রদের। ওই অভিযোগের কোন ভিত্তি নেই। এ অপপ্রচার চেয়ারম্যানকে বিপাকে ফেলানোর ষড়যন্ত্র।