গুচ্ছ পদ্ধতির বাইরে হবে ইবির পাঁচ বিভাগের ভর্তি পরীক্ষা

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১২:২৮:০২ পিএম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ৫ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং এ ইউনিটে নতুন অন্তর্ভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। এছাড়া এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।

এ পাঁচটি বিভাগের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট এবং বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট।