ফকিরহাটে ঐতিহ্যবাহী শীতলা মন্দিরে রথ যাত্রা উৎসব

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৩:২১:৩৪ এম

সুমন কর্মকার, ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী আট্টাকী শিতলা মন্দিরের উদ্যোগে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সকাল ১১টায় প্রথম রথ টান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শনিবার (৯ জুলাই) সকাল ১১টায় উল্টো রথ টানের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। 
শীতলা মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনোয়ার হেসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, মন্দির কমিটির সভাপতি ডাঃ অরবিন্দ পাল (মনি), সহসভাপতি অধ্যাপক মুরারি মোহন পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র পাল, মন্দির কমিটির সদস্যবৃন্দসহ আগত হাজার হাজার ভক্তবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।