যশোর প্রথম বিভাগ ক্রিকেটের সুপার ফোরে আরএন রোড বয়েজ জয়ী

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৬:৪৫:৩১ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোর বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব বুধবার থেকে শুরু হয়েছে।  জয় পেয়েছে আর এন রোড বয়েজ। গতকাল স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত  খেলায় তারা ৩ উইকেটের ব্যবধানে পরাজিত করে আজাদ স্পোটিং ক্লাবকে। আজাদ স্পোটিং ক্লাব প্রথমে ব্যাট করে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে ৩৬ ওভার এক বলে ৭ উইকেট হারিয়ে জয় পায় আর এন রোড বয়েজ। আজাদ স্পোটিং ক্লাবের সোহেল রানা ৫৪, মেজবাউল হিরক ৩১, আব্দুল্লাহ মহালদার ২৮, আমিনউদ্দীন ১৭ এবং সজীব শেখ ও ইমন আহমেদ উভয়ে ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। আর এন রোড বয়েজের তহমিদ হাসান ২৯ রানে ও সপ্তক শাহারিয়ার ৩০ রানে উভয়ে ৩ টি এবং মুরাদ হাসান নবাব ১১ রানে ২ টি উইকেট নেন। আর এন রোড বয়েজের মুরাদ হাসান নবাব ৮০ ও জুনায়েদ হোসেন ৪৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। আজাদ স্পোটিং ক্লাবের সোহেল রানা, মেজবাউল হিরক ও সজীব শেখ প্রত্যেকে ২ টি করে উইকেট পান। আজকের খেলা ঃ প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমী বনাম উপশহর ইয়থ ক্লাব। আগামী ২৭ মে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমী ও আর এন রোড বয়েজের খেলার মধ্য দিয়ে শেষ হবে এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগের আসর। বাইলজ অনুযায়ী সুপার ফোরে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল রানার্স আপ হবে। পয়েন্ট সমান হলে নিট রান রেটের ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নির্ধারণ করা হবে।