বিভিন্নস্থানে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০১:১২:৩০ পিএম

স্পন্দন ডেস্ক : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনাসভাসহ মঙ্গলবার দিন ব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

যশোর : জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন,  ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের জন্য আশীর্বাদ। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে তিনি জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। এ ধারা বজায় থাকলে দেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। তাই আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরে আলোচনাসভায় একথা বলেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিত কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি জাতির পিতাকে হত্যার পর দেশকে উল্টোপথে নিয়ে যাওয়া শুরু করে। তারা ভেবেছিল এই দেশে বঙ্গন্ধুর কথা আর কেউ বলতে পারবে না। তার হাতে গড়া রাজনৈতিক দল ও আদর্শের পতাকা কেউ তুলে ধরবে না। ১৯৮১ সালের এইদিনে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে দীর্ঘ সংগ্রামের মধ্যদিয়ে  তিল তিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশের মানুষের স্বপ্ন। আর ৪১ বছর ধরে এদেশের মানুষের স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে চলছেন। তিনি ক্ষমতায় এসে বাংলাদেশকে অনন্য উ”চতায় নিয়ে গেছেন। আগামী নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন।
অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড,  আসাদুজ্জামান আসাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিলো। বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর  রক্ত ও আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনার জন্ম না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। তিনি বলেন, আজ মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যা বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বাঙ্গালী জাতি হয়েছে কলংক মুক্ত। আলোচন সভার সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিত কুমার নাথ বলেন, বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আছেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, গভীর সমুদ্রবন্দর সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন হ”েছ।
যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ এস এম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, পৌর আওয়ামী লীগনেতা ইউসুফ শাহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয় প্রমুখ।  

নড়াইল : পুরাতন বাসটার্মিনাল এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ছাড়াও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সদর উপজেলা  পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ অনেকে। এদিকে বঙ্গবন্ধু পরিষদ জেলা কমিটির পক্ষ থেকেও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

শার্শা :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মঙ্গলবার নাভারণ কলেজ সভাকক্ষে উপজেলা আওয়ামী উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আলহাজ সালেহ আহমেদ মিন্টু,  যুগ্ম সাধারণ সম্পাদক ও নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে শার্শার নাভারণ বাজারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। 

ঝিকরগাছা: মঙ্গলবার বিকেলে উপজেলা বোর্ডঘাটস্থ দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী ও ইলিয়াজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর বাবরজান বরুণ, সাবেক জেলা পরিষদ সদস্য ইকবাল আহমদ রবি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ, উপজেলা যুবলীগ নেতা আলমগীর বাশার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল আলম মিশর ও আরশাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মিলন, গদখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক লিল্টু বিশ্বাস, নাভারণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মহিতুর পলাশ, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিলন হোসেন সাদ্দাম, ছাত্রনেতা স্বদেশ রেজা প্রমুখ। টোকিও টাওয়ারস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।  সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য ওমর শরীফ সাকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল ইসলাম শিপলু, সদর ইউনিয়ন নেতা আলমগীর হোসেন, শংকরপুরের আশানুর রহমান, হাবিবুর রহমান, গদখালীর মুন্সী আবুল হোসেন, আরিফ হাসান, মেরাজ হাসান মিঠু, নাভারণের ফারুক শিকদার রবি, হাজিরবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আয়নাল হোসেন, ইমন সরদার। উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম, কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, মিজানুর রহমান, পৌর যুবলীগের সদস্য ফজলে হোসেন বাদশা, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল হাওলাদার, মইরুদ্দিন মধু, আজম মো. ড্যানি প্রমুখ।

মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আতাউর রহমান, ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, জেলা পরিষদ সদস্য এম এ আসাদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজি প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল: বেনাপোল ছোট আঁচড়া মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিকেলে আনন্দ র‌্যালি বের করা হয়। এসময় শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি বেনাপোল বাজার প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছালমা আলম, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সহিদ, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহাদুজ্জামান বকুল, শার্শা উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাঃ সম্পাদক কামাল হোসেন, ফরহাদ হোসেন শাওন, পৌর ছাত্র লীগের সভাপতি আল মামুন সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ফুলতলা (খুলনা) : ফুলতলায় দিবস পালনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু। শহিদুল্লাহ প্রিন্সের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. আসলাম খান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নেতা আবু তাহের রিপন, মোশারফ হোসেন মোড়ল, কামরুজ্জামান নান্নু, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, আলী আযম মোহন, ইসমাইল হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, এসকে আলী ইয়াছিন, শেখ মিজানুর রহমান, রবিন বসু, শামসুন্নাহার বেগম, শাপলা সুলতানা লিলি, ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, সৈয়দ তুরান, মো. মাহাবুব হোসেন, মো. জাহিদ বিশ^াস, আ. সাত্তার মামুন, আশরাফুল আলম কচি, রবিউল ইসলাম, প্রদ্যুৎ বিশ^াস, জাসেম আল জাবেদ, খায়রুজ্জামান সবুজ, রেদোয়ান রেদো, মঈনুল ইসলাম নয়ন, মিরাজুল ইসলাম বাধন, সাদমান খান সুপ্ত প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ফজলুল করিম।

মোংলা : মোংলা উপজেলা আ.লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, সাধারণ সম্পাদক আলহাজ শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি এসএম কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পীসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।

কয়রা (খুলনা): উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার কফিল উদ্দীনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, আওয়ামী লীগ নেতা জিয়াদ আলী গাজী, দেবদাস মন্ডল, নির্মল কুমার দাস, বাগালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আ. সামাদ গাজী, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ^রীপুর চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইমদাদুল হক টিটু, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।

ডুমুরিয়া : ডুমুরিয়ায় দিবসটি পালনের লক্ষ্যে সকালে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিবুর নাজুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, আবু সাঈদ সরদার, আবু বক্কার খান, জিএম ফারুক হোসেন, মোল্লা সোহেল রানা, প্রভাষক গোবিন্দ ঘোষ, মাসুদ রানা প্রমূখ।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে দলীয় ট্রেন্ট থেকে আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় টেন্টে এসে শেষ হয়। এ সময় ইবি ছাত্রলীগের নেতা মিজানুর রহমান লালন, আলামিন জোয়াদ্দার, তোকির মাহফুজ মাসুদ, মোস্তাফিজুর রহমান সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৫ এ ভূষিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানান শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

দাকোপ : উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিকালে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমরেশ ঢালী ও যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের,ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,অধ্যাপক দুলাল রায়, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ গোলাম হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, চালনা পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাব সভাপতি শিপন ভূঁইয়া, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, রবার্ট জীবন্ত নাথ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সম্পাদক কমলেশ গোলদার,উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ^াস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, মোহন লাল সাহা, পৌর কাউন্সিলর যথাক্রমে আব্দুল গফুর সানা,চয়ন সাহা,শুভংকর রায়, আওয়ামী লীগনেতা বিষ্ণুপদ গোলদার, শচীন্দ্র নাথ মন্ডল, কুমারেশ বিশ^াস, উত্তম রায়, বিপ্লব সাহা, স্বপন বর্মন, ইউনুস আলী জমাদ্দার, অনিমেশ বিশ^াস,সৌম বিশ^াস, যুবনেত্ াআব্দুল্লাহ আল মাসুম, আরাফাত আজাদ, গোবিন্দ রায়,অসিত মন্ডল, মিঠুন সাহা,সোহাগ সানা, রিয়াদ শেখ, বাসুদেব মন্ডল,দীলিপ রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার,রাসেল কাজী, রাহুল রায়, অসিত বিশ^াস, রাজু বাছাড়,মাসুম হাওলাদার,শেখ পারভেজ, মাসুম ফকির, আজিজুর শেখ প্রমুখ।

কেশবপুর: উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহসভাপতি সাবেক চেয়ারম্যান এইচএম আমীর হোসেন, সহসভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা মহিলালীগের সভাপতি রাবেয়া ইকবাল, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ। অপরদিকে দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্ত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক আলমগীর সিদ্দিক টিটো, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্ত্তীসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

কালীগঞ্জ (ঝিনাইদহ): উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে শহরের দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যলয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, পৌর মেয়র আশাফুল আলম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিক ঠান্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানিসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।