কপিলমুনিতে প্রত্মতাত্ত্বিক খনন পরিদর্শনে জেলা প্রশাসক

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:৫০:০০ এম

জি এম আসলাম হোসেন, কপিলমুনি: খুলনার কপিলমুনির রেজাকপুরের সিংয়ের বাগানের প্রত্মতাত্ত্বিক খনন কাজ পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। মঙ্গলবার বেলা ১১ টায় তিনি প্রত্মতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক চলমান খনন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এই পুরাকীর্তি সম্পর্কে খোঁজ খবর নেন। খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা খনন কাজের বিষয়ে তাকে বিস্তারিত অভিহিত করেন। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, কপিলমুনি ইউপ চেয়ারম্যান মোঃ কওছার আরী জোয়ার্দার, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপী প্রমুখ। এবিষয়ে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেন, এখানে মধ্যযুগের সংস্কৃতি বিকাশ লাভ করুক। খননকৃত এলাকা পর্যটনবান্ধব করার যে কোন ধরণের পদক্ষেপ নেয়া হবে।

গত দুই মাস ধরে ১২শ’ বছরের আগের এ পুরাকীর্তি নিয়ে গবেষণা ও রেজাকপুরের এই স্থানে খনন চলছে। প্রায় ৭ ফুট প্রশস্থ দেয়ালে ঘেরা এ পাকা ঘরের মাঝখানে প্রায় ৬ ফুট বর্গাকার জায়গা রয়েছে। ধারণা করা হচ্ছে বর্গাকার এই জায়গা বৌদ্ধ ধর্মের নিদর্শন, এটি হয়তো মন্দির ছিল। খননের সময় এখানে কঁড়ি, চাল, প্রাণীর হাড় ও মাটির তৈরি তৈজসপত্রের ভাঙা অংশ পাওয়া গেছে।