দাকোপে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন

এখন সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৮:১৪:২১ পিএম

দাকোপ প্রতিনিধি: দাকোপে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম। তিনি মঙ্গলবার দুপুরে দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৩ পর্যায়ে ১০টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করে কাজের গুণাগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি একই স্থানে পূর্বে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত ৭০ ঘরে বসবাসকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শেখ আব্দুল কাদের, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, ইউপি সদস্য ইদ্রিস আলীসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।