মণিরামপুরে সাবেক নেতাদের সাথে নবগঠিত ছাত্রলীগের মতবিনিময় অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৫:১৩:২৩ এম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে পরিচ্ছন্ন হতে হবে। মাদকাসক্ত ও চাঁদাবাজদের ছাত্রলীগের ঠাঁই না দেয়ার আহবান জানানো হয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে প্রতিষ্ঠিত ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির পাশাপাশি লেখাপড়ার উপর জোর দিতে হবে।

রোববার সন্ধ্যায় জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মণিরামপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ছাত্রলীগের সাবেক নেতাদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ হাসান রকির সভাপতিত্বে বক্তারা আরো বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে যারা অবাঞ্চিত করার ঘোষণা দেয় তারা আর যাই হোক ছাত্রলীগের কর্মী হতে পারে না।

সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিবহন শ্রমিকলীগের সহসভাপতি বাবুল করিম বাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা গোপাল মল্লিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মির্জা, সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ ঘোষ, সাবেক সভাপতি কাজী তাজাম্মুল হুসাইন টিটো, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাশেষে ছাত্রলীগের একটা বিশাল মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।