Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও বাজেট বিষয়ক কর্মশালা সমাপ্ত

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:১৫:২৯ এম

দাকোপ প্রতিনিধি: দাকোপে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পরিষদের দায়িত্ব কমিটির কার্যকারিতায় অংশগ্রহণ মূলক পরিকল্পনা ও বাজেট বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনের উদ্বোধন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার বিভাগীয় পরিচালক মোঃ গিয়াস উদ্দিন। কর্মশালায় পরিষদের অধীনে থাকা ১৩টি স্থায়ী কমিটিকে কার্যকর ও জবাবদিহিতা নিশ্চিতে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গালিব মাহমুদ পাশা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অংশগ্রহণ করেন উপজেলার সুতারখালী, কৈলাশগঞ্জ, লাউডোপ এবং বাজুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচীত চেয়ারম্যান, সদস্য এবং সচিববৃন্দ যথাক্রমে ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, মানস রায়, মাসুম আলী ফকির, ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, ফয়সাল গাজী, রবীন্দ্রনাথ মোড়ল, লিপি মন্ডল, রফিকুল ইসলাম খোকন, অসীম রায়, জবা মন্ডল, সুশান্ত ঢালী খোকন, নুর ইসলাম শেখ, সুব্রত সরদার, মিহির রায়, বিশ্বজিত সরকার, তাপস হালদার, মুরারী হালদার, মাখন ঘরামী, শিবাসীষ রায়, জাহিদ ফকির, মিনতী রায়, সঞ্জয় মন্ডল, মহাসিন শেখ, কনিকা পোদ্দার, প্রদীপ সরদার, নিমাই রায়, রুমা মন্ডল, বিকাশ গাইন, জাহেদা বেগম, বেবী নাজনীন, আনিসুর রহমান, সুলতা সরদার, ইউপি সচীব মাধব বালা, ননী গোপাল মন্ডল এবং নবযাত্রা প্রকল্পের সোশ্যাল ইন্কুলেশন স্পেশালিষ্ট স্টিফেন হেমবরম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)