মাগুরায় শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০২:৩৫:৪০ এম

মাগুরা প্রতিনিধি: মাগুরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে “আউট অব চিলড্রেন এডুকেশন কর্মসূচি”র আওতায় শিক্ষক-সুপারভারজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) জুলিয়া সুকায়না ।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মাগুরার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মাগুরার সহকারী পরিচালক সরোজ কুমার দাস।

বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র জেলা ম্যানেজার বাবর আলী, উপজেলা ম্যানেজার তরিকুল ইসলাম ও সালাউদ্দিন প্রমুখ। ১২ দিনব্যাপী এ প্রশিক্ষণে সদর উপজেলার ৩৫ জন শিক্ষক অংশ নিয়েছে।

উল্লেখ্য, জেলায় ঝরেপড়া শিশুদের শিক্ষার মান বাড়াতে ইতোমধ্যে কাজ চলমান রেখেছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মাগুরা। তারই অংশ হিসেবে শিক্ষক-সুপারভাইজারদের কর্ম দক্ষতা বৃদ্ধি, শিখন পদ্ধতিসহ নানা বিষয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।