গোডাউনে মিললো ২০৪ ব্যারেল তেল, ব্যবসায়ীকে জরিমানা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৯:২১:৩৫ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে এক ব্যবসায়ীর গোডাউনে মজুত ২০৪ ব্যারেল সোয়াবিন ও পাম তেলের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার বিহারী মোড়ে আরএস অয়েল মিলের একটি গোডাউন থেকে ওই ২০৪ ব্যারেল (৪২ হাজার ২৪ লিটার) মজুদ ভোজ্য তেল পাওয়া যায়। এ সময় তেল মজুদ রাখার অপরাধে মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা ও পূর্বের বাজার দরে তেল বিক্রির নির্দেশনা দেয়া হয়। 

ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জানান, ে কালীগঞ্জে ওই মিলের গোডাউনে অভিযান চালায়। এ সময় ২০৪ ব্যারেল অর্থাৎ ৪২ হাজার ২৪ লিটার মজুদ ভোজ্য তেল পায়। এরমধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের কোন বৈধ কাগজপত্র নেই। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আইনে অভিযুক্ত তেল ব্যবসায়ী মোতালেব হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে গোডাউনে থাকা কাগজপত্রবিহীন তেল পূর্বের বাজার দরে বিক্রির নির্দেশ দেন। এ সময় কালীগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন, ক্যাবের সদস্য শিবুপদ বিশ^াস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এছাড়াও বিকালে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় মূল্য তালিকা না পেয়ে ব্যবসায়ী অনুপ সাহাসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।