প্রতিদিন এক শার্ট পরে আসা নিয়ে দ্বন্দ্বের জের

প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:২৪:৪৩ পিএম

শালিখা প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জের ধরে মাগুরার শালিখা উপজেলার চতুরবাড়িয়া বাজারে প্রতিপক্ষের হামলায় আহত ফয়সাল আহমেদ প্রিন্স (১৯) মারা গেছে। চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দ্পুুরে প্রতিপক্ষরা তার উপর হামলা চালালে সে গুরুতর জখম হয়। প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই প্রিন্স মারা যায়। নিহত প্রিন্স এ বছর শালিখার সিংড়া বিহারী লাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সে শালিখার গোয়াল খালী গ্রামের মাসুদ মোল্যার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র কাজল প্রতিদিন একই শার্ট পরে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে আসার কারণ জানতে চায় একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আকাশ হোসেন। এ নিয়ে দু’জনের মধ্যে চতুরবাড়িয়া বাজারে সোমবার কথা কাটাকাটি হয়। পর দিন মঙ্গলবার একই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আকাশ কাজলকে চতুরবাড়িয়া স্কুল চত্বরে মারধর করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবক ফয়সাল আহমেদ প্রিন্স মঙ্গলবার দুপুরে চতুরবাড়িয়া বাজারে আকাশ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। যার এক পর্যায়ে আকাশ তার কয়েকজন বন্ধুকে নিয়ে প্রিন্সকে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে প্রিন্স ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মারা যায়।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম জানান, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো মামলা হয়নি। যারা হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।