কালীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট ১৪ মে শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:২৯:০৬ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব-১৭) আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত  সভাতে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৪ মে সকালে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নে ক্রীড়া সংগঠক অজিৎ কুমার ভট্টাচার্ষ্যকে আহ্বায়ক করে একটি পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাংসদ আনোয়ারুল আজিম আনার। এ টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভা ও ১১ টি ইউনিয়নসহ ১২ টি দল অংশগ্রহণ করবে।

কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে টুর্নামেন্ট প্রস্তুতিমূলক সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, মহিবুল ইসলাম মন্টু, রাজু আহম্মেদ রনি লস্কর, আবুল কালাম আজাদ, কালীগঞ্জ থানার এস আই ভবতোষ বিশ^াস, ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।