মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করায় দণ্ড

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০২:৪৬:১৪ এম

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে কৃষ্ণপদ মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত কৃষ্ণ মন্ডল পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার জিলেরডাঙ্গা এলাকার সুকুমার বালার ছেলে সুব্রত বালা তালতলা বিলে নিজ মৎস্য ঘেরে গলদা ও অন্যান্য মাছ চাষাবাদ করে আসছে। মঙ্গলবার দিন দুপুরে কৃষ্ণপদ ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে। এরপর ঘেরে থাকা গলদাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে থাকে। এসময় তাকে হাতেনাতে ধরে উপজেলা মৎস্য অধিদফতর ও পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক।