`খুলনা ও দক্ষিণডিহির সাথে কবিগুরুর ছিল গভীর সম্পর্ক'

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৩:২৫:৩৫ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাবেক সচিব আকতারী মমতাজ বলেন, খুলনা ও দক্ষিণডিহি’র সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল গভীর সম্পর্ক। শিলাইদহের কুঠি বাড়িতে তাঁর বিচরণ থাকলেও পূর্ব পুরুষরা ছিল এখানে। একজন সাধারণ মানুষ হয়েও তিনি তাঁর সাহিত্য ও কর্মের মধ্য দিয়ে বিশ্বের একজন অসাধারণ মানুষে পরিণত হয়েছেন। তিনি সকল মানুষের কবি ছিলেন।

খুলনার ফুলতলা দক্ষিণডিহিতে জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী ও লোকমেলার সমাপনী দিনে মঙ্গলবার সন্ধ্যায় মৃণালিনী মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা আজমখান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল, প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, ময়মনসিংহ সিটিকর্পোরেশনের সচিব ও প্রাবন্ধিক রাজীব সরকার।  স্বাগত বক্তৃতা করেন ইউএনও সাদিয়া আফরিন। অনুষ্ঠানে “একুশ শতকে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক অসিত বরণ ঘোষ। তিনি বলেন, হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে আমাদের সকল প্রয়াস নস্যাৎ হয়ে যাবে। তার আলোচনায় তরুণ লেখকদের রবীন্দ্র চর্চার মাধ্যমে নবজাগরণের তাগিদ দিয়েছেন। শুভেচ্ছা বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, ওসি মো: ইলিয়াস ফকির, । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সাংবাদিক বিধানদাস গুপ্ত, সাংবাদিক তাপস কুমার বিশ^াস, শামসুল আলম খোকন, মোঃ নেছার উদ্দিন, শেখ মনিরুজ্জামান প্রমুখ। পরে শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতি, রবীন্দ্র সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন এ্যাড. মিনা মিজানুর রহমান, অনুপম মিত্র ও  রাদিয়া ইসলাম প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. মিনা মিজানুর রহমান, অনুপম মিত্র ও ফারহানা ইয়াসমিন প্রমুখ।