এমপি আক্তারুজ্জামান বাবুর ঘোষণা

পাইকগাছা কয়রায় টাকার অভাবে কোনোশিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৮:৪৭:৩৯ এম

                        

জি. এম. আসলাম হোসেন, কপিলমুনি (খুলনা): পাইকগাছা-কয়রা এলাকায় টাকার অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হতে দেয়া হবে না, আমি তাদের পাশে আছি এবং থাকবো। শনিবার বেলা ১১ টায় কপিলমুনি কলেজের ২০২০ সালে এইচএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা ০৬ এর সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এ কথা বলেন। মা-বাবা ও  শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে এবং উত্তম চরিত্র গঠনের জন্য তিনি শিক্ষার্থীদের আহবান জানিয়ে বলেন,  ব্যক্তি ও সমাজ পরিবর্তনে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের নৈতিক শিক্ষা দানের জন্য শিক্ষকদেরও আহবান জানান তিনি। পাইকগাছা কয়রা এলাকায় ভয়াবহ পানি দূষণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন,এ এলাকার প্রতিটি ইউনিয়নে একটি করে ডাস্টবিন সেন্টার নির্মাণ করে বর্জ্যের ব্যবহার নিশ্চিত করা হবে। কপিলমুনি কলেজ প্রাঙ্গনে আয়োজিত বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কপিলমুনির কৃতি সন্তান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভার্নিং বোর্ডের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা থানার ওসি(তদন্ত) রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ারদার, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আলহাজ এরফান আলী মোড়ল, উপজেলা কৃষকলীগের সভাপতি প্রভাষক মইনুল ইসলাম ও কৃতি শিক্ষার্থী প্রিয়ম সাধু পল্লব। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, মুফতি মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার, অ্যাড. বিপ্লব কান্তি মন্ডল, রহিমা আখতার শম্পা, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পি, অধ্যক্ষ মুজিবর রহমান, তানজিম মুস্তাফিজ বাচ্চু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন প্রভাষক আবু সাইদ, পবিত্র গীতা পাঠ করেন প্রভাষক পরিমল কুমার সাধু। অনুষ্ঠানে ৩০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।   অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ময়েজুর রহমান।

অন্যদিকে এ দিন সকাল ১০ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রাধা-শ্রীনিবাস ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব শিক্ষার্থী ও দুস্থ ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন এ স্কুলের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা। অন্ষ্ঠুান পরিচালনা করেন সাংবাদিক শেখ মোস্তাফিজুর রহমান পারভেজ। এ সময় ২০০ জন দুস্থ পুরুষ ব্যক্তির মধ্যে লুঙ্গি ও ১৩৯ জন মহিলাকে শাড়ি দেয়া হয়। এ ছাড়া এই বিদ্যালয়ের ৬০ জন গরিব শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে থ্রীপিস দেয়া হয়।