দেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা আ.লীগের বন্ধু হতে পারে না: শেখ আফিল উদ্দিন এমপি

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৩:০০:৫৫ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল :  যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, দেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা আওয়ামী লীগের বন্ধু হতে পারে না। তারা সরাসরি পাকিস্তানিদের সহযোগিতা করতে এদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। ৭১’এ পরাজিত হয়ে সেই থেকে ওরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা নীল নকশা করেছে। বিভিন্ন সময়ে রক্তাক্ত ক্ষত-বিক্ষত করেছে আওয়ামী লীগকে। তাদের সেই ষড়যন্ত্রের নীল নকশা এখনও চলমান রয়েছে। তাই, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন থেকেই ওদেরকে শক্তহাতে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। আর সেকারণে দরকার আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা-কর্মীকে এক হয়ে স্থানীয় জনসাধারণের সাথে সুব্যবহার প্রতিষ্ঠিত করার বিকল্প নেই।

বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদ আয়োজিত এক ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরের মাথায় মাত্র একযুগের মধ্যে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে তা অন্য কোন দলের দিয়ে সম্ভব না। আজ আমরা উন্নয়নের ধারায় বিশে^র মানচিত্রে অবস্থান নিয়েছি। যদি আওয়ামী লীগ আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে, আমরা হবো উন্নত দেশের বাসিন্দা।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক ও আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু, যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার আলী, ইউনিয়ন পরিষদের সদস্য আকবার আলী, সাইফুল ইসলাম, আশরাফ আলী, অশোক কুমার, শাহালম হোসেন, মতিয়ার রহমান, নবিছন খাতুন, ঝর্ণা খাতুন, রাশিদা খাতুনসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।