বিবস্ত্র করে কলেজ ছাত্র নির্যাতনকারী সেই ছাত্রলীগ নেতা আটক

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৯:৫৩:২৭ পিএম

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : সাতক্ষীরার কলেজ ছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনার ডুমুরিয়া এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তালা থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এর আগে সোমবার জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করে। একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

নির্যাতনের শিকার শোয়েব আজিজ তন্ময়ের পরিবার জানান, রোববার (২৪ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা ৫ ঘণ্টা তালা সরকারি কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে ওই কলেজ ছাত্রকে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করে তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), ছাত্রলীগ কর্মী জে.আর সুমন (২৫), তালার মহান্দি গ্রামের ছাত্রলীগ কর্মী জয় (২৪) ও তালা সদরের নজির শেখের ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎস (২৪)। এ ঘটনায় গত সোমবার নির্যাতিত কলেজ ছাত্র শোয়েব আজিজ তন্ময়ের বাবা শেখ আজিজুর রহমান বাদী হয়ে ৫ ছাত্রলীগ নেতা-কর্মীর নামে তালা থানায় একটি মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার কলেজ ছাত্র শোয়েব আজিজ তন্ময় তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। তিনি জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খুলনায় কোচিং করছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, ছাত্রলীগের নেতা আকিবের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আকিবের সাথে সেই সম্পর্ক ভেঙে যায়। নতুন করে সম্পর্ক গড়ে উঠে তন্ময়ের সাথে। তন্ময়ের ওপর প্রতিশোধ নিতে আকিব তাকে নাহিদের মাধ্যমে ডেকে এনে মারপিট ও মাথা টাক করে দেয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার এসআই চন্দন জানান, মামলার প্রধান আসামি আকিবকে গ্রেফতার করা হয়েছে। অন্য?দের গ্রেফতারের চেষ্টা চল?ছে।