আশাশুনির সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:০৯:৩৬ এম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শ্রীউলা ইউনিয়নে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়নের ৭ নম্বর বিট নাকতাড়া কালীবাড়ি কালী মন্দির প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশাশুনি থানা পুলিশের আয়োজনে সভাপতিত্ব করেন, শ্রীউলা ইউপির চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দীপু। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান এর সঞ্চালনায় সমাবেশে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) তার বক্তব্যে বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের।

অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, বিট অফিসার এসআই নবাব আলী, এ এসআই শেখ রিয়াজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমির জোয়াদ্দার, কলিমাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিক্ষক পলাশ, ইউপি সদস্যবন্দ, শিক্ষকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারষণ উপস্থিত ছিলেন।