খালি পায়ে খালি গায়ে আর খালি পেটে এখন কেউ থাকে না: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০২:৪২:১১ এম

আজগর হোসেন ছাব্বির, দাকোপ: করোনা মহামারীসহ প্রতিকুল নানা পরিস্থিতিতে বিশ্বের বহু দেশে প্রবৃদ্ধির হার যেখানে মাইনাসে চলে গেছে তখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৬.৯ শতাংশ। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে কেউ এখন খালি পায়ে খালি গায়ে আর খালি পেটে থাকে না।

মঙ্গলবার বেলা ১২ টায় খুলনার দাকোপে জিসিএ প্রকল্পের আওতায় স্থাপিত কমিউনিটি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এর হস্তান্তর ও অপারেশন কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা বলেন। তিনি নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন এ জন্য বিশ্বের কাছে আজ শেখ হাসিনা একটি মডেল। এ সময় তিনি উপকুলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাবে দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারী সমাজের জীবন ব্যবস্থার উপর ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সরকার উপকুলিয় এলাকার ৪৩ হাজার পরিবারের জীবিকায়নে সহায়তা করছে। এ সব পরিবারের জন্য জলবায়ু সহিষ্ণু নিরাপদ এবং সারা বছর পানযোগ্য পানিয় জলের ব্যবস্থা নিশ্চিত করছে। গ্রীণ ক্লাইমেট এডাপটেশন (জিসিএ) প্রকল্পের আওতায় খুলনা ও সাতক্ষিরার ৫টি উপজেলার ১৩ হাজার পরিবারের জন্য রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপনের কাজ শেষ হয়েছে। তিনি স্থাপিত সিস্টেমকে কমিউনিটি পর্যায়ের মানুষকে যতœবান হয়ে টিকিয়ে রাখার আহবান জানান। স্থানীয় গড়খালী পল্লীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ গেøারিয়া ঝর্ণা সরকার, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ হারুনুর রশিদ, বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জিসিএ প্রকল্প পরিচালক ইকবাল হোসাইন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান রুনু ইকবাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ সানা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসিমা আলম, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুসহ দাকোপ কয়রা ও পাইকগাছার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং দাকোপের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ উপস্থিত ছিলেন।