মোংলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৮:৫৭:০০ এম

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণেও কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ সুপার আরিফুল হক।

“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে মোংলা থানার আয়োজনে থানা প্রাঙ্গনে পবিত্র মাহে রমজানে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তৃতায়  বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক এ আহবান জানান।

পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে না পারলে দেশের উন্নয়ন হবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকতে হবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, ৬ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, মোংলা পৌর্ট পৌরসভার কাউন্সিলর এস, এম কবির হোসেন, শরিফুল ইসলাম, শফিকুর রহমান খাঁন।

অনুষ্ঠানে বক্তারা মোংলার বিভিন্ন সড়কে মাদক-চোরাচালান, সড়ক দুর্ঘটনা, ডাকাতি, ছিনতাই রোধসহ শৃঙ্খলা ফেরাতে পুলিশকে সহযোগিতা করার আহবানজানান।

অন্যান্যদের মধ্যে ইমাম, পুরোহিত ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।