স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার পেলো দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৫:৫৭:১২ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি  : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ২০২০ এ ভূষিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা গঠনের ৬ টি মূলনীতিকে প্রধান কাঠামো বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কর্তৃক প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত এবং স্নাতকোত্তর হাসপাতাল সমূহ থেকে সংগৃহীত তথ্য ও উপাত্ত সমূহের ভিত্তিতে প্রতিবছর এই জাতীয় পুরস্কারের আয়োজন করা হয়। সেই আলোকে বৃহষ্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলানয়তনে অনুষ্ঠিত হয় ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ২০২০’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। স্ব দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নিকট থেকে সেই পুরস্কার গ্রহণ করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব কুমার মন্ডল। কাজের এই স্বীকৃতি পেয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন স্বীকৃতি পেলে কাজের উৎসাহ আরো বাড়ে। এই ধারাবাহিকতা যাতে আগামীতেও ধরে রাখা যায় সেজন্য তিনি হাসপাতালের সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এমন একটি সম্মানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওসহ সকলকে আন্তরিক  ধন্যবাদ জানিয়েছেন।