শালিখায় গ্রামীণ জীবন যাত্রার মান ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে কর্মশালা

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৬:৩২:০৩ এম

মাগুরা প্রতিনিধি : সরকারি অর্থায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) এর উদ্যোগে মাগুরা জেলার শালিখা উপজেলায় রেজিলিয়েন্স এন্ট্রেপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলি হুড ইম্প্রুভমেন্ট (আর ই এল আই) প্রকল্পের কার্যক্রম বিষয়ে অবহিতকরণ কর্মশালা হয়েছে। কর্মশালায় শালিখা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এস ডি এফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হেদায়েতউল্লাহ। কর্মশালায়  ২০৪১ সালের মধ্যে দেশকে দারিদ্রমুক্তকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়। উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে দেশের দারিদ্র পিড়িত ২০টি জেলায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২৯০০ কোটি টাকার এ প্রকল্পটি ৩ হাজার ২০০ গ্রামে বাস্তবায়িত হচ্ছে। তারই অংশ হিসাবে মাগুরা জেলায় ২০০টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পভুক্ত সদস্যদের আয়বর্ধকমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জীবনমানের উন্নয়ন হবে। পাশাপাশি স্থায়ী গ্রাম সংগঠন,  গ্রামীণ রাস্তার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, কালভার্ট ইত্যাদি নির্মাণ করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গ্রামে স্থায়ী তহবিল গঠন হবে। যার মাধ্যমে  প্রকল্পের সদস্যরা সরাসরি উপকৃত হয়ে নারীর ক্ষমতায়ন ও দরিদ্র-অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত হবে। কর্মশালায় শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এস ডি এফ এর ক্লাষ্টার, মাগুরা জেলা অফিস ও  যশোর আঞ্চলিক অফিসের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।