আখেরি মোনাজাতে শেষ হলো আশাশুনির ওরস শরীফ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:৫০:১০ এম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়েরিয়া আজিজীয়া দরবার শরীফে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে বাৎসরিক ৯৯ তম ওরস ও ফাতেহা শরীফ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার ফজরের পর কুরআন খতম, ফাতেহা ও মিলাদ শরীফ, সাজরা শরীফ এবং মানকাবাত শরীফ পাঠ শেষে সকাল ৯ টা ৪০ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত মানবজাতির কল্যাণ, সমৃদ্ধি এবং ইহকালে শান্তি ও পরকালে মাগফিরাত এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, আলহাজ হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ)।

এ সময় হযরতে গাওছুল আজম খুলনবী (রহঃ) এর আওলাদ ও গুনাকরকাটি খানকাহ্ শরীফের বর্তমান সাজ্জাদানশীন খাজা মোহাম্মাদ মিন্নাতুল্লাহ (মাঃজিঃ)সহ আওলাদবৃন্দ, বিভিন্নস্থান থেকে আগত হাক্কানী আলেম ওলামা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে সকল মুসল্লিবৃন্দের মাঝে খানকা শরীফের খায়ের ও বরকত মিশ্রিত তাবারক বিতরণ করা হয়।